কিশোর বন্ধুরা !
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো।
জ্যৈষ্ঠ মানেইতো মধুমাস! কত রকম ফলের সমাহার ! আম, জাম, লিচু, কাঁঠালের নাম শুনলেই জীবে পানি চলে আসে। ফুলে ফলে ভরপুর আমাদের এ সবুজ ভূখন্ড! কতইনা সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি। তার শুকরিয়া আদায় করতে হবে।
পুরো জ্যৈষ্ঠ মাসই কিন্তু গরমের দাবদাহ চলবে। এজন্য শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে।
শিশু শ্রম নিষিদ্ধ, তারপরও দেখোনা আমাদের আশে পাশে কত শিশু শ্রমিক রয়ে গেছে। আমরা কি পারিনা তাদের হাতে বই তুলে দিতে? পারিনা একটু ভালোবাসা দিতে ? তাহলে তারাও আমাদের মত বেয়ে উঠবে স্বাভাবিক ভাবে, বিকশিত করবে প্রতিভা। এগুলো কঠিন কিছু নয়। আমরা একতাবদ্ধ হয়ে কাজ করলে সবই সম্ভব।
এসো ভালোবেসে কাছে টেনে নিই সেই সব অবহেলিত, বঞ্চিত চারপাশের শিশু কিশোর বন্ধুকে। তারওতো আমাদের ভাই! আমাদের বন্ধু!
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো।
জ্যৈষ্ঠ মানেইতো মধুমাস! কত রকম ফলের সমাহার ! আম, জাম, লিচু, কাঁঠালের নাম শুনলেই জীবে পানি চলে আসে। ফুলে ফলে ভরপুর আমাদের এ সবুজ ভূখন্ড! কতইনা সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি। তার শুকরিয়া আদায় করতে হবে।
পুরো জ্যৈষ্ঠ মাসই কিন্তু গরমের দাবদাহ চলবে। এজন্য শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে।
শিশু শ্রম নিষিদ্ধ, তারপরও দেখোনা আমাদের আশে পাশে কত শিশু শ্রমিক রয়ে গেছে। আমরা কি পারিনা তাদের হাতে বই তুলে দিতে? পারিনা একটু ভালোবাসা দিতে ? তাহলে তারাও আমাদের মত বেয়ে উঠবে স্বাভাবিক ভাবে, বিকশিত করবে প্রতিভা। এগুলো কঠিন কিছু নয়। আমরা একতাবদ্ধ হয়ে কাজ করলে সবই সম্ভব।
এসো ভালোবেসে কাছে টেনে নিই সেই সব অবহেলিত, বঞ্চিত চারপাশের শিশু কিশোর বন্ধুকে। তারওতো আমাদের ভাই! আমাদের বন্ধু!
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফেজ।
Post a Comment