“হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, মু’মিন মহব্বত ও দয়ার প্রতীক। ঐ ব্যাক্তির মধ্যে কোন কল্যাণ নেই যে কারো সাথে মহাব্বত রাখেনা এবং মহব্বতে প্রাপ্ত হয়না।
(মুসনাদে আহমদ)
মানুষ সামাজিক জীব, একে অন্যের ভালোবাসা এবং সহযোগিতায় বেঁচে থাকে। মানুষের প্রতি মানুষের দয়া, মায়া ও ভালোবাসা দেখানো রাসূল (সাঃ) এর উত্তম আদর্শ। অপরের দয়া ও ভালোবাসা পেতে হলে আমাদেরকে সৎ মানুষ হতে হবে। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছেÑ ‘নিশ্চয়ই সৎকর্মশীল মুমিনদের জন্য দয়াময় আল্লাহ তাদের জন্য (মানুষের অন্তরে) ভালোবাসা সৃষ্টি করেছেন। (সূরা মরিয়ম- ৯৬)
সুপ্রিয় বন্ধুরা, আমরা একে অন্যের দয়া ও ভালোবাসা পেতে হলে আল্লাহর হুকুম মত চলতে হবে এবং সমাজের ধনী- গরিব সবার সাথে ভালো ব্যবহার করতে হবে।
সুপ্রিয় বন্ধুরা, আমরা একে অন্যের দয়া ও ভালোবাসা পেতে হলে আল্লাহর হুকুম মত চলতে হবে এবং সমাজের ধনী- গরিব সবার সাথে ভালো ব্যবহার করতে হবে।
গ্রন্থণায় : গোফরান হোসাইন
Post a Comment