“হে মু’মিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদের সালাম না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম, আশা করা যায় যে, তোমরা এর প্রতি অবশ্যই খেয়াল রাখবে।
(সূরা আন নূর- ২৭)"
রাসুল (সা) বলেছেন কথার পূর্বে সালাম দেওয়ার জন্য সালাম মানে একে অন্যের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা। এটি আমাদের জন্য রাসুল (সা) এর পক্ষ থেকে পালিত একটি সুন্নাত।
এজন্য পরিচিত এবং অপরিচিত কারো ঘরে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। এতে কোন ধরণের সমস্যার সৃষ্টি হয় না বা বিব্রত কর পরিস্থিতির সম্মুখিন হতে হয় না।
প্রিয় বন্ধুরা, সালামের মাধ্যমে আমরা একে অন্যের মঙ্গল কামনা করব আর কারো গৃহে প্রবেশ করার পূর্বে সালাম দানের মাধ্যমে অনুমতি নিয়ে প্রবেশ করব।
গ্রন্থণায় : গোফরান হোসাইন
(সূরা আন নূর- ২৭)"
রাসুল (সা) বলেছেন কথার পূর্বে সালাম দেওয়ার জন্য সালাম মানে একে অন্যের জন্য শান্তি ও কল্যাণ কামনা করা। এটি আমাদের জন্য রাসুল (সা) এর পক্ষ থেকে পালিত একটি সুন্নাত।
এজন্য পরিচিত এবং অপরিচিত কারো ঘরে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। এতে কোন ধরণের সমস্যার সৃষ্টি হয় না বা বিব্রত কর পরিস্থিতির সম্মুখিন হতে হয় না।
প্রিয় বন্ধুরা, সালামের মাধ্যমে আমরা একে অন্যের মঙ্গল কামনা করব আর কারো গৃহে প্রবেশ করার পূর্বে সালাম দানের মাধ্যমে অনুমতি নিয়ে প্রবেশ করব।
গ্রন্থণায় : গোফরান হোসাইন
Post a Comment