১। আপনি সেজে গুজে কোথাও যাচ্ছেন। পথের পাশে পুকুরে সাঁতার না জানা একটি ছেলে হাবুডুবু খাচ্ছে। আশে পাশে কোথাও কোন ঘর বাড়ি নেই। এমতাবস্থায় আপনি কী করবেন ?
(ক) নিজেই নেমে পড়বেন (খ) দৌড়ে গিয়ে কাউকে ডেকে আনবেন (গ) দাঁড়িয়ে দাড়িয়ে দেখবেন (ঘ) চলে যাবেন।
২। কানি পাড়া ও মালি পাড়ার মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। দুর্ভাগ্যক্রমে কানিপাড়ার ব্যাটসম্যানরা ১০ বলে ১০ জন আউট হয়ে গেল। কয় নং ব্যাটসম্যান আউট না হয়ে অপরাজিত রইল?
(ক) ২য় (খ) ৮ম (গ) ৭ম (ঘ) ১১তম।
৩। কোনজন সবার চেয়ে বেশি আলাদা ?
(ক) মাশরাফী (খ) ব্রেট লি (গ) জহির খান (ঘ) মালিঙ্গা।
৪। কোন দুটি জিনিসের মধ্যে পারস্পারিক মিল আছে ?
(ক) নাইট কুইন (খ) গোলাপ (গ) রজনীগন্ধা (ঘ) হাসনাহেনা। ৫। কিশোর সাহিত্যের প্রথম বিশেষ সংখ্যা কোনটি হবে ?
(ক) নিজেই নেমে পড়বেন (খ) দৌড়ে গিয়ে কাউকে ডেকে আনবেন (গ) দাঁড়িয়ে দাড়িয়ে দেখবেন (ঘ) চলে যাবেন।
২। কানি পাড়া ও মালি পাড়ার মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। দুর্ভাগ্যক্রমে কানিপাড়ার ব্যাটসম্যানরা ১০ বলে ১০ জন আউট হয়ে গেল। কয় নং ব্যাটসম্যান আউট না হয়ে অপরাজিত রইল?
(ক) ২য় (খ) ৮ম (গ) ৭ম (ঘ) ১১তম।
৩। কোনজন সবার চেয়ে বেশি আলাদা ?
(ক) মাশরাফী (খ) ব্রেট লি (গ) জহির খান (ঘ) মালিঙ্গা।
৪। কোন দুটি জিনিসের মধ্যে পারস্পারিক মিল আছে ?
(ক) নাইট কুইন (খ) গোলাপ (গ) রজনীগন্ধা (ঘ) হাসনাহেনা। ৫। কিশোর সাহিত্যের প্রথম বিশেষ সংখ্যা কোনটি হবে ?
আইকিউ জুন’১১ এর সমাধান ঃ
(১) ২য় (২) কেরোসিনের (৩) পেনাল্টি ধরবেন (৪) উঠপাখি (৫)পালকি নিয়ে।
(১) ২য় (২) কেরোসিনের (৩) পেনাল্টি ধরবেন (৪) উঠপাখি (৫)পালকি নিয়ে।
৫টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন-
আকলিমা আক্তার, রায়পুর এল.এম. পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পুর, মোঃ আইয়ুব আলী, ওপেন ইউনিভার্সিটি, রায়পুর, আবদুল বারী, রায়পুর, মোহসিন কামাল, লক্ষ্মীপুর, শারমিন পড়শি, লক্ষ্মীপুর, কামাল হোসেন, রায়পুর, আব্বাস আলী, গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ, তাহিরা আক্তার তামান্না, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর, আমির উদ্দিন রাসেল, নয়া বাজার, ঢাকা।
১টি প্রশ্নের ভুল জবাব দিয়েছেন-
ঢাকা ঃ কামাল উদ্দিন রায়হান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, সারোয়ার সোহেন, গুলশান। মোঃ পারভেজ, মোঃ মাসুম, নাজমূল আলম, বংশাল বোরহান উদ্দিন, নিউ মার্কেট, মাকসুদ, মিরপুর, ফাইজা, ফারজানা, ওয়ারী, মুমু, দনিয়া। রায়পুর ঃ আতিকুর রহমান, রায়পুর আলীয়া মাদ্রাসা। আবদুল হান্নান, শাহী ট্রেডার্স, মাদ্রাসা মার্কেট, এইচ এম রায়হান, বিএফ হাউজিং লি: জনতা সুপার মার্কেট, আজাদ রহমান, রায়পুর সুইং মেশিন মেকার, জনতা সুপার মার্কেট, রনি কুরী, পীর ফয়েজ উল্যা রোড, আবুল খায়ের, শামীম হোসেন আরাফাত লাইব্রেরী, জাহাঙ্গীর আলম, লাইব্রেরী পয়েন্ট, বড় মসজিদ রোড, মোঃ শামীম খাঁ জয়, জামাল খাঁ বাড়ি, আরিফুল ইসলাম, চরপাতা উজির আলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ, নিবিড়, হাসপাতাল রোড। চরপাতা ঃ মুক্তা, মোহাম্মদ আল মাহী, উত্তর পূর্ব চরপাতা, পূর্ণিমা আক্তার, আবু তাহের আল আনসারী, আল ইমরান, ফাহমিদা তাসনীম, শিউলী আক্তার (ফাতেমা), সোলায়মান আহসান, নূর নবী, মেহেদী হাসান, মাহির আসহাব রাফি, কামরুল হাসান, হালিমা আক্তার (পলি), ফারহানা আক্তার। লক্ষ্মীপুর : ফারজানা, রুমানা, আইরিন, আবদুস সালাম, পৌর ভবন রোড, নাছির উদ্দিন, পৌর ৭নং ওয়ার্ড। হাফেজ আব্বাছ আলী, রামগতি। কেরোয়া : জুবায়ের আলম লিখন, উত্তর কেরোয়া, এসএম কাওসারুল ইসলাম, উত্তর কেরোয়া, সাকিল হোসেন, এম.এম.এ কাদের একাডেমী, উত্তর কেরোয়া, জামিল হোসেন, গোলাম মোকতাদির পারভেজ, দক্ষিণ কেরোয়া। ফরিদগঞ্জ : ইব্রাহীম হোসেন, রুবেল হোসেন, আব্বাস আলী, তুহিন, কুলসুম আক্তার, আসমা আক্তার, সুপ্তি, ফরিদগঞ্জ।
আইকিউ জুন’১১ ভাগ্যবান বিজয়ী-
মোঃ আইয়ুব আলী, ওপেন ইউনিভার্সিটি, রায়পুর।
মোঃ আইয়ুব আলী, ওপেন ইউনিভার্সিটি, রায়পুর।
আমির উদ্দীন রাসেল, নয়া বাজার, ঢাকা।
তাহিরা আক্তার তামান্না, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর।
ধন্যবাদ আপনাদের, শুভেচ্ছা পুরস্কার পৌছে যাবে আপনাদের ঠিকানায়।
আইকিউ জুলাই’১১ সমাধান পৌঁছাতে হবে ২৫ জুলাইর মধ্যে।
Post a Comment