গাছের ডালে পেয়ারা দেখে
বেহায়া ছেলে ভাবে,
কেমন করে লুকিয়ে গিয়ে
পেয়ারা গুলি খাবে?
রাতের বেলা বুদ্ধি করে
উঠল যখন ডালে
পা পিছলে হুমড়ি খেয়ে
পড়ল টিনের চালে।
সবাই এসে করলো তাকে
প্রচন্ড মার-ধোর,
সেদিন থেকে নাম হলো তার
ব্যর্থ পেয়ারা চোর।
রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ
Post a Comment