দূর আকাশে বসে আছে
চাঁদের বুড়ি মা,
তাকে দেখে প্রণাম করে
কচি পাখির ছা।
মিটমিটিয়ে হাসে বুড়ি
কচি পাখি দেখে,
পাখির মনের প্রশ্ন জাগে
বুড়ি কেন হাসে;
তার কি কোন ভুল হয়েছে
প্রণামের আগে।
কিচির মিচির শব্দ করে
উড়ে বেড়ায় আকাশে,
ছন্দ তুলে রঙ্গ করে
মিশে যায় বাতাসে।
এমনি করে ঘুরে ফিরে
ক্লান্ত পাখির ছা,
তাই না দেখে হাসে কেবল
চাঁদের বুড়ি মা।
Post a Comment