এই দেশটি জনম ভরই
চলছে লালন করে,
মায়ের মতো সোহাগ দিয়ে
রাখছে বুকে ধরে।
এই দেশটি শান্ত বড়ই
রাগ করেনা কেউ,
নদীর বুকে খেলে বেড়ায়
শান্ত জলের ঢেউ।
ব্যস্ত থাকে দামাল ছেলে
ক্ষেত খামারের কাজে,
কাজের শেষে বীরের বেশে
ফিরবে আবার ঘরে।
আমার যত স্বপ্ন আছে
এই দেশটি নিয়ে,
সকল স্বপ্ন পুরন হবে
সোনার মানুষ দিয়ে।
Post a Comment