২২ শে জুলাই সবাই যখন
Happy Birthday বলবে,
তোর মা আর্শীবাদ হিসেবে
চোখের জল ফেলবে।
তুই যে আমার চোখের মণি
সুখের আশার আলো,
একদন্ড না দেখলে তোকে
লাগেনাতো ভালো।
তোর-ই জন্য আমার যত স্বপ্ন, আশা
তোর জন্য আমার আছে
সবটুকু ভালবাসা।
দুঃখটাকে পিছে ফেলে
তোকে নিয়ে স্বপ্ন দেখি
বড় হয়ে করবি পূরণ
মায়ের যত আশা;
এ যে আমার তোর জন্য
সবটুকু ভালবাসা।
Post a Comment