দুটি ডানা ।। তারেক রহমান
আমার যদি পাখির মত
থাকতো দুইটি ডানা,
উড়ে যেতাম নীল আকাশে
করতো কে আর মানা?
মেঘের দেশে হাওয়ায় ভেসে
যেতাম কত শত,
রং ছড়াতাম কখনোবা
রংধনুদের মত।
গাছের ডালে হাওয়ার তালে
হতো যাওয়া আসা,
স্বপ্নচারী সবুজ পাতার
পেতাম ভালোবাসা।
উড়ে যেতাম ইচ্ছে হলে
ফুল পরীদের হাটে,
সোনার থালায় যেথায় থাকে
ফুল ছড়ানো মাঠে।
Post a Comment