আমরা কেমন মানুষ ?
চলার পথে হারিয়ে ফেলি হুশ,
একবারও ভাবিনা নিয়ে ভালো মন্দ
এমন কাজ করি যেন মোরা সত্যিই অন্ধ।
মোরা কেমন ভাবুক ?
সকাল বেলার রক্তিম সূর্য আমাদের ভাবায় না,
কোন সে শক্তির বলে বেড়ে চলে
আমাদের জন্য বসে থাকে না।
কেমন বোকা আমরা ?
রাতের চাঁদের স্নিগ্ধ আলোয় অভিভূত হই,
কিন্তু একবারও ভাবিনা
এত পাগল করা জোছনা সে পেলোইবা কৈ!
বলোতো কেমন চিন্তাশীল মোরা ?
প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিভোর হয়ে থাকি,
অথচ এতই অধম যে বিধাতার শ্রেষ্ঠত্ব
ক্ষমতার সীমাহীনতা গোপন করে রাখি।
আমরা কেমন প্রেমিক ?
ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে যাই,
অথচ যে তাকে গড়িল সৌরভ ভরিয়া
তাঁকে ভাবিবার সময় নাহি পাই।
মোরা কেমন বিবেকবান ?
যাঁর খাই, যাঁর পরি
যাঁর দয়ার বেড়ে যাই, জীবন তরী
চলার প্রতিপদে তাঁরই অশুকরিয়া করি।
এসো ভাঙ্গি ভুল
ভাঙ্গি অসত্য আছে যত
নড়িবনা একটি চুল
আসুক পথে বাঁধা বিপদ শত।
এসো করি প্রার্থনা বিধাতার কাছে
করেন যেন তিনি ক্ষমা
ভুল- ভ্রান্তি, পাপ যত আছে
পরকালে যেন থাকে না কিছু জমা।
চলার পথে হারিয়ে ফেলি হুশ,
একবারও ভাবিনা নিয়ে ভালো মন্দ
এমন কাজ করি যেন মোরা সত্যিই অন্ধ।
মোরা কেমন ভাবুক ?
সকাল বেলার রক্তিম সূর্য আমাদের ভাবায় না,
কোন সে শক্তির বলে বেড়ে চলে
আমাদের জন্য বসে থাকে না।
কেমন বোকা আমরা ?
রাতের চাঁদের স্নিগ্ধ আলোয় অভিভূত হই,
কিন্তু একবারও ভাবিনা
এত পাগল করা জোছনা সে পেলোইবা কৈ!
বলোতো কেমন চিন্তাশীল মোরা ?
প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিভোর হয়ে থাকি,
অথচ এতই অধম যে বিধাতার শ্রেষ্ঠত্ব
ক্ষমতার সীমাহীনতা গোপন করে রাখি।
আমরা কেমন প্রেমিক ?
ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে যাই,
অথচ যে তাকে গড়িল সৌরভ ভরিয়া
তাঁকে ভাবিবার সময় নাহি পাই।
মোরা কেমন বিবেকবান ?
যাঁর খাই, যাঁর পরি
যাঁর দয়ার বেড়ে যাই, জীবন তরী
চলার প্রতিপদে তাঁরই অশুকরিয়া করি।
এসো ভাঙ্গি ভুল
ভাঙ্গি অসত্য আছে যত
নড়িবনা একটি চুল
আসুক পথে বাঁধা বিপদ শত।
এসো করি প্রার্থনা বিধাতার কাছে
করেন যেন তিনি ক্ষমা
ভুল- ভ্রান্তি, পাপ যত আছে
পরকালে যেন থাকে না কিছু জমা।
Post a Comment