এখনো সময় আছে তোমার
অন্ধকার হতে বেরিয়ে আসার
ধরার বুকে খোদার বিধান
করতে কায়েম আবার।
এখনো সময় আছে তোমার
হিমালয় পাড়ি দেবার
আবু বকর ওমরের মত
শাসক হবার।
এখনো সময় আছে তোমার
সৃষ্টিকর্তাকে চিনবার
অন্ধকারের অতল গহ্বর হতে
বেরিয়ে আসবার।
এখনো সময় আছে তোমার
সত্য সুন্দরের পথে চলার
আসমান- যমীন সমেত
জান্নাতে যাবার।
এখনো সময় আছে তোমার
নতুন করে শপথ নেয়ার
ঘুণে ধরা নষ্ট সমাজ
নতুন আলোয় গড়ার।
এখনো সময় আছে তোমার
অজ্ঞতা ঘুচাবার
সৃষ্টিকর্তা মহান প্রভূর
প্রিয় বন্ধু হবার।
অন্ধকার হতে বেরিয়ে আসার
ধরার বুকে খোদার বিধান
করতে কায়েম আবার।
এখনো সময় আছে তোমার
হিমালয় পাড়ি দেবার
আবু বকর ওমরের মত
শাসক হবার।
এখনো সময় আছে তোমার
সৃষ্টিকর্তাকে চিনবার
অন্ধকারের অতল গহ্বর হতে
বেরিয়ে আসবার।
এখনো সময় আছে তোমার
সত্য সুন্দরের পথে চলার
আসমান- যমীন সমেত
জান্নাতে যাবার।
এখনো সময় আছে তোমার
নতুন করে শপথ নেয়ার
ঘুণে ধরা নষ্ট সমাজ
নতুন আলোয় গড়ার।
এখনো সময় আছে তোমার
অজ্ঞতা ঘুচাবার
সৃষ্টিকর্তা মহান প্রভূর
প্রিয় বন্ধু হবার।
Post a Comment