বাবা যখন ক্যান্সার রোগে জরাজীর্ণ
রাতটা জেগে বসেছিলাম
শুধু-ই বাবার জন্য।
বাবার মাথায় বুলিয়েছিলাম যখন হাত
বাবা বলে মুক্তিযুদ্ধের গল্পটা শুনে রাখ।
রাত জেগে শুনেছিলাম, বাবার যুদ্ধের ইতিহাস
শুনে- যেন মনে হলো, কথাগুলো বাবা কেন
আরো আগে করলেন না ফাঁস ?
যুদ্ধ তো নয় সে মহাযুদ্ধ
দেশকে বাঁচাতে রক্তও দিলেন বেশ।
ডান হাতে পেয়েছিলেন বুলেটের আঘাত
তারপরও শত্র“দের দিয়েছিলেন পাল্টা জবাব।
উনিশ শত একাত্তরের যুদ্ধের নয় মাস পরে
বাবা ফিরে এসেছিলেন দেশে
এরই মাঝে কাটিয়েছিলেন
বছর কয়েক ঘুরে ঘুরে- দেশ আর বিদেশ।
দুই হাজার নয় সালে, সাতাশ এপ্রিল
মরণ ব্যাধি ক্যান্সার- করে দিল জীবনটা শেষ।
জাতীয় পর্যায়ে যখন দিল মর্যাদা
গর্বে আমার শুধু বুকটা ভরে যায়।
সরকারী লোক যখন বাবাকে- করছে স্যালুয়েট
বাবার সব দুঃখ- কষ্ট যেন পেলুয়েট।
মরণের পরেও বাবা আছে জীবিত
সবার মুখে শুনি যখন বাবার স্মৃতি অকপট।
বাবা তুমি আছো এখন শুধুই স্মৃতি হয়ে
তোমার এ মুক্তিযুদ্ধের গল্প,
এই দেশ ভুলবে কি করে?
বাবা তোমাকে ভোলা তো যায় না
এই স্মৃতির তুলনা তো কোন কিছুইতেই হয়না।
রাতটা জেগে বসেছিলাম
শুধু-ই বাবার জন্য।
বাবার মাথায় বুলিয়েছিলাম যখন হাত
বাবা বলে মুক্তিযুদ্ধের গল্পটা শুনে রাখ।
রাত জেগে শুনেছিলাম, বাবার যুদ্ধের ইতিহাস
শুনে- যেন মনে হলো, কথাগুলো বাবা কেন
আরো আগে করলেন না ফাঁস ?
যুদ্ধ তো নয় সে মহাযুদ্ধ
দেশকে বাঁচাতে রক্তও দিলেন বেশ।
ডান হাতে পেয়েছিলেন বুলেটের আঘাত
তারপরও শত্র“দের দিয়েছিলেন পাল্টা জবাব।
উনিশ শত একাত্তরের যুদ্ধের নয় মাস পরে
বাবা ফিরে এসেছিলেন দেশে
এরই মাঝে কাটিয়েছিলেন
বছর কয়েক ঘুরে ঘুরে- দেশ আর বিদেশ।
দুই হাজার নয় সালে, সাতাশ এপ্রিল
মরণ ব্যাধি ক্যান্সার- করে দিল জীবনটা শেষ।
জাতীয় পর্যায়ে যখন দিল মর্যাদা
গর্বে আমার শুধু বুকটা ভরে যায়।
সরকারী লোক যখন বাবাকে- করছে স্যালুয়েট
বাবার সব দুঃখ- কষ্ট যেন পেলুয়েট।
মরণের পরেও বাবা আছে জীবিত
সবার মুখে শুনি যখন বাবার স্মৃতি অকপট।
বাবা তুমি আছো এখন শুধুই স্মৃতি হয়ে
তোমার এ মুক্তিযুদ্ধের গল্প,
এই দেশ ভুলবে কি করে?
বাবা তোমাকে ভোলা তো যায় না
এই স্মৃতির তুলনা তো কোন কিছুইতেই হয়না।
Post a Comment