আই কিউ মে'২০১১
১। যদি একটি শার্ট শুকাতে ১০ মিনিট সময় লাগে তবে ১০টি শার্ট শুকাতে কত সময় লাগবে ?(ক) ১০ মিনিট (খ) ৪০ মিনিট (গ) ১ ঘন্টা ৩০ মিনিট (ঘ) ১ ঘন্টা ৪০ মিনিট।
২। নিচের কোন জন অন্যদের থেকে আলাদা ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) আল মাহমুদ (ঘ) সুকুমার রায়।
৩। সফল হতে হলে আপনাকে অবশ্যই হতে হবে-
(ক) রসিক (খ) পরিশ্রমী (গ) বাধ্য (ঘ) ধনী।
৪। পল্লী কবি বলা হয় কাকে ? (ক) কাজী নজরুল ইসলাম (খ) ফররুখ আহমদ (গ) সুকুমার রায় (ঘ) জসীম উদ্দিন।
৫। ডাব না খেলে কি হয় ?
আইকিউ এপ্রিল’১১ এর সমাধান ঃ
(১) ৬টি
(২) টাকাটা পুড়ে ফেলবেন
(৩) ১৭ টি
(৪) প্রেসার বেড়েছে
(৫) ডিম (বাচ্ছা জন্মানোর আগেই আমরা খেয়ে ফেলি। বিরাম চিহ্নের প্রতি আরো বেশি যতœবান হতে হবে)
তিনটির সঠিক জবাব দিয়েছেন-
পূর্ণিমা আক্তার, তারেক হোসেন, সাজিয়া আক্তার সীমা, আবদুস সালাম, মোবারক উল্যা ত্বোহা, আনোয়ার হোসেন, ইমরান মুহাম্মদ, আসমা আক্তার, চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, আরজুন নাহার (মিতু), হাফিজুর রহমান আকাশ, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাহেদুল ইসলাম রাজু, রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রায়পুর, লক্ষ্মীপুর। হাঃ মোঃ আবদুল্লাহ, আবদুর রহীম, মোঃ শাকিল হোসেন, মোঃ কাউসার হোসেন, রাছেল হোসেন, সোহাগ হোসেন, কেরোয়া, রায়পুর, লক্ষ্মীপুর। রবিউল ইসলাম, সোলায়মান কবির, উম্মে হাবিবা মুমু, দেনায়েতপুর, রায়পুর লক্ষ্মীপুর। হাফেজ মোঃ আব্বাস আলী, রামগতি, লক্ষ্মীপুর। সাকিল ইসলাম, এম এম এ কাদের একাডেমী, কেরোয়া, রায়পুর, লক্ষ্মীপুর। কামরুল হাসান, সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর।
দু’টির সঠিক জবাব দিয়েছেন-
শারমিন সুলতানা, রায়পুর কামিল মাদ্রাসা, রায়পুর, ওসমান গণি ফাহিম, মীরগঞ্জ রোড, রায়পুর, নাইমুর রহমান খান নিবিড়, রায়পুর, লক্ষ্মীপুুর, জহিরুল ইসলাম জেপু, চরলক্ষ্মী, রায়পুর, আরমান হোসেন শান্ত, রায়পুর, ফাহিম মাহমুদ, কলেজ রোড মিয়া বাড়ি, রায়পুর, মুজাহিদুল ইসলাম, রায়পুর, ফারাজানা আক্তার, রায়পুর, স্বপ্না, চরপাতা, রায়পুর, তানজিল হোসেন, চরপাতা, কামরুল হাসান, চরপাতা, ইমাম হোসেন, চরপাতা, মেহেদী হাসান, রায়পুর, রহিমা বেগম, রায়পুর, লক্ষ্মীপুর।
আই কিউ এপ্রিল’১১ ভাগ্যবান বিজয়ী-
১। উম্মে হানি, নতুন বাজার, রায়পুর, লক্ষ্মীপুর।
২। হাঃ মোঃ আব্বাস আলী, রামগতি, লক্ষ্মীপুর।
৩। সাজিয়া আক্তার সীমা, পূর্ব চরপাতা, রায়পুর, লক্ষ্মীপুর।
অভিনন্দন আপনাদের। আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আমাদের সৌজন্য উপহার।
“আই কিউ মে’১১” সমাধান পাঠান ২০ মে’র মধ্যে।
এখন অনলাইন বন্ধুরা চাইলে আইকিউ সমাধান পাঠাতে পারেন-
jaherrahman@gmail.com ঠিকানায়। আর অবশ্যই আপনার নাম, ঠিকানা, এবং আইকিউ মে'২০১১ লিখতে হবে।
Post a Comment