এই আমলাদের দিয়ে দিন বদল হবে না by ড. মিজানুর রহমান

হাজোট সরকারের দিনবদলের প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান আমলাতন্ত্রকে অন্তরায় হিসেবে দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, 'সরকার দিনবদলের যে অঙ্গীকার করে ক্ষমতা গ্রহণ করেছে তা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সে রকম লোক লাগবে, সে রকম আমলা লাগবে।

কিন্তু সে রকম লোকবল এবং আমলা নেই। আমলাতন্ত্রের মধ্যেই ঘাপটি মেরে রয়েছে প্রতিক্রিয়াশীলরা। এদের সনাক্ত করে সরিয়ে ফেলতে না পারলে দিনবদল সম্ভব নয়।'

দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বৃহস্পতিবার দুই বছর পূর্ণ করল। দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ক্ষেত্রে সাফল্য দাবি করে সরকারের কর্মসূচির ফল পেতে দেশবাসীকে আরেকটু ধৈর্য ধরার অনুরোধ করেছেন।

রাজনীতিতে দুবর্ৃত্তায়নের সমালোচনা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, 'আমাদের দেশ একটি গরিব দেশ। এখানে মানুষ দু'বেলা দু'মুঠো খেতে পায় না। এখানে রাজনীতিকরা দুর্নীতি করেন, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন। সে টাকা আবার বিদেশে পাচার করেন। তাদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি-না, কমিশনের পক্ষ থেকে আমি জনগণের কাছে প্রশ্ন রাখছি।'

মানবাধিকার ও বাসযোগ্য পরিবেশ সুরক্ষায় 'পুলিশ-গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা' শীর্ষক আয়োজিত এই সেমিনারে মিজানুর রহমান আরো বলেন, অবিলম্বে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের শূন্য পদ পূরণ করতে হবে। এক্স-রে মেশিনসহ বিভিন্ন ধরনের মেশিন বিকল থাকায় চিকিৎসকরা ক্লিনিকে তাদের পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য করেন। এছাড়া শিশুসদনগুলোতে শিশুদের দিয়ে রান্না না করিয়ে বাবুর্চির মাধ্যমে রান্নার ব্যবস্থা করার দাবিও করেন তিনি। বাঁধের ওপর অবস্থান নেয়া আইলা দুর্গতদের দ্রুত সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন তিনি। সমপ্রতি দেশের বিভিন্ন স্থানে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, 'মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেই।'
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger