বিস্ময়
গাজী গিয়াস উদ্দিন
অথই জলরাশির হাবুডুবুর পাশে যে আশ্রয় ও নিরাপত্তা
দাবানলের দাউদাউর পাশে অক্ষত থেকে
মনুষ্যত্বহীন পশুত্বের অভিশাপের পাশে এ পবিত্রতা
হিংস্র শ্বাপদ সংকুল ভয়ংকর ছোবল থেকে
সুনামির মতো মহাদূর্যোগের আশংকায়
আমার জীবন ও কর্মের এ সুরক্ষা এ নিরাপদ বিস্ময়;
শৈশব থেকে বার্ধক্যের দিকে কালের এ শ্লথ গতি
চির জীবন যৌবনের এ স্বপ্নদোল আকাংখা যুবতী
জায়াপুত্র আত্মজা সহায় সম্মান প্রাচুর্য ঐশ্বর্য প্রতিযোগিতায়
বসবাসের সকল রোদ বৃষ্টি সবুজ বেষ্টিত প্রার্থনার কসমঃ
আমি তৃপ্ত আপ্লুত, আমি বিস্মিত অভিভূত হরদম।
আমি শুণ্য আমি প্রকান্ড আমি মানুষ ও দৌতার মহাধন
সুরের মাঝে অসুরের বিরুদ্ধে
আমি মৃত্যুকে করি আলিঙ্গন।
১৮/০৩/১১
গাজী গিয়াস উদ্দিন
অথই জলরাশির হাবুডুবুর পাশে যে আশ্রয় ও নিরাপত্তা
দাবানলের দাউদাউর পাশে অক্ষত থেকে
মনুষ্যত্বহীন পশুত্বের অভিশাপের পাশে এ পবিত্রতা
হিংস্র শ্বাপদ সংকুল ভয়ংকর ছোবল থেকে
সুনামির মতো মহাদূর্যোগের আশংকায়
আমার জীবন ও কর্মের এ সুরক্ষা এ নিরাপদ বিস্ময়;
শৈশব থেকে বার্ধক্যের দিকে কালের এ শ্লথ গতি
চির জীবন যৌবনের এ স্বপ্নদোল আকাংখা যুবতী
জায়াপুত্র আত্মজা সহায় সম্মান প্রাচুর্য ঐশ্বর্য প্রতিযোগিতায়
বসবাসের সকল রোদ বৃষ্টি সবুজ বেষ্টিত প্রার্থনার কসমঃ
আমি তৃপ্ত আপ্লুত, আমি বিস্মিত অভিভূত হরদম।
আমি শুণ্য আমি প্রকান্ড আমি মানুষ ও দৌতার মহাধন
সুরের মাঝে অসুরের বিরুদ্ধে
আমি মৃত্যুকে করি আলিঙ্গন।
১৮/০৩/১১
Post a Comment