ছেলে বেলার গল্প ।। জহির রহমান

ছেলে বেলার ছবি গুলি
ভেসে উঠে নয়নে,
মনের মাঝে লুকিয়ে ছিল
কত কি যে গোপনে !
অ আ পড়া আর
দুষ্টুমি রত,
ঝগড়া ফ্যাসাদ করে কত
সময় করেছি যে ক্ষত !
কোথা গেল সেসব
সোনালী দিন,
তা তা তৈ থৈ থৈ
তাধিন তাধিন।

কানামাছি ভৌঁ ভৌঁ
আরও কত খেলা,
খেলা আর ম্যালার মাঝে
কাটিয়ে দিতাম বেলা;
স্কুল পালানো আর ঘুড়ি উড়ানো
এসব কথা বাজে এখন
বহুত আগের পুরনো।

এমন দিন বুঝি
ফিরিবে না আর;
খেলা শেষে ফিরে যেতাম
বাড়ি বাড়ি যার।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger