স্বাধীনতা ।। শারমিন সুলতানা
স্বাধীনতা
শারমিন সুলতানাস্বাধীনতা স্বাধীনতা
যারা আনলো ভাই,
তাদের কাছে সালাম আমার
পৌঁছে দিতে চাই।
স্বাধীনতা আনতে গিয়ে
রক্ত দিল যারা,
তাদের জন্য দোয়া করি
যারা সর্বহারা।
স্বাধীনতার জন্য যারা
দিল তাদের প্রাণ,
তাইতো মানুষ গেয়ে যায়
তাদের ত্যাগের গান।
Post a Comment