একটি ফুল
একটি ফুল ফুটল যখন
ডাকলো দূরের পাখি
একটি শিশুর ঘুম ভেঙ্গেছে
মেলে দু’টি আঁখি।
সূর্যি মামা উঠে যখন
ছড়িয়ে দিলো আলো
ভোরের আলো উঠলো হেসে
দূর হলো সব কালো।
একটি ফুল ফুটলো যখন
সবুজ পাতার আড়ে
উঠলো কেঁদে ছোট্ট শিশু
বদ্ধ ঘরের দ্বারে।
একটি ফুল ফুটলো যখন
জাগলো ভ্রমর মাছি
কাজের মানুষ লাগছে কাজে
এসে কাজে কাজে।
আমাদের গ্রাম
আমার কেবল ইচ্ছে করে
বিলের ধারে থাকতে,
ধানের ক্ষেতে লুকিয়ে থেকে
পাখির মত ডাকতে।
ধানের ওপর ঢেউ খেলে
যায় বাতাস কাহার দেশে,
যে দেশেতে ভোরের
দোয়েল কিছি মিছি ডাকে।
যখন ঘুরে দাঁড়াই বাতাসের মধ্য খানে
তখনি বাজে কানে একটি সাড়া,
মা আমার ঢেঁকিতে ধানভানে।
ধান ক্ষেত ঘেরা সীমাহীন মাঠে মাঠে
এই সব ছোট ছোট গ্রাম।
কই মাছ কান বেয়ে ওঠে যায়
ভাসমানো পুকুর থেকে জল ভরা মাঠে,
আমরা সবাই জানি ছোট বেলা থেকে।
সবুজ ধানের ক্ষেতে পাকা ফসলের গন্ধ,
যে ক্ষেত আমরা দেখেছি বহু দিন ভরে।
সোনালী ধানের পাশে অসংখ গ্রাম
আমাদের এই সোনার দেশ,
সোনার ধান জন্মালো এই সব গ্রামে,
এই গ্রাম আমার জম্ম ভূমি।
একটি ফুল ফুটল যখন
ডাকলো দূরের পাখি
একটি শিশুর ঘুম ভেঙ্গেছে
মেলে দু’টি আঁখি।
সূর্যি মামা উঠে যখন
ছড়িয়ে দিলো আলো
ভোরের আলো উঠলো হেসে
দূর হলো সব কালো।
একটি ফুল ফুটলো যখন
সবুজ পাতার আড়ে
উঠলো কেঁদে ছোট্ট শিশু
বদ্ধ ঘরের দ্বারে।
একটি ফুল ফুটলো যখন
জাগলো ভ্রমর মাছি
কাজের মানুষ লাগছে কাজে
এসে কাজে কাজে।
আমাদের গ্রাম
আমার কেবল ইচ্ছে করে
বিলের ধারে থাকতে,
ধানের ক্ষেতে লুকিয়ে থেকে
পাখির মত ডাকতে।
ধানের ওপর ঢেউ খেলে
যায় বাতাস কাহার দেশে,
যে দেশেতে ভোরের
দোয়েল কিছি মিছি ডাকে।
যখন ঘুরে দাঁড়াই বাতাসের মধ্য খানে
তখনি বাজে কানে একটি সাড়া,
মা আমার ঢেঁকিতে ধানভানে।
ধান ক্ষেত ঘেরা সীমাহীন মাঠে মাঠে
এই সব ছোট ছোট গ্রাম।
কই মাছ কান বেয়ে ওঠে যায়
ভাসমানো পুকুর থেকে জল ভরা মাঠে,
আমরা সবাই জানি ছোট বেলা থেকে।
সবুজ ধানের ক্ষেতে পাকা ফসলের গন্ধ,
যে ক্ষেত আমরা দেখেছি বহু দিন ভরে।
সোনালী ধানের পাশে অসংখ গ্রাম
আমাদের এই সোনার দেশ,
সোনার ধান জন্মালো এই সব গ্রামে,
এই গ্রাম আমার জম্ম ভূমি।
Post a Comment