দশ হাজারেরও বেশি ইসরায়েলি গত শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে। বামপন্থীদের সমর্থিত বেসরকারি সংস্থা ও মানবাধিকার গ্রুপগুলোর তহবিলের উৎস খতিয়ে দেখতে পার্লামেন্টারি তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে তারা রাস্তায় নামে।
বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ সমাবেশকে 'গণতন্ত্র রক্ষার' পক্ষে অবস্থান বলে অভিহিত করে। বিদেশে ইসরায়েলি সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধবিষয়ক মামলা করার জন্য বামপন্থী কিছু বেসরকারি সংস্থা সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য সংস্থাগুলোর আর্থিক উৎস খতিয়ে দেখতে গত ৫ জানুয়ারি আইন প্রণেতারা তদন্ত কমিটি গঠনের পক্ষে ভোট দেন। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকটি সংস্থা ও বামপন্থী দল বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। তাদের মূল বক্তব্য, 'গণতন্ত্রকে রক্ষা করুন, এখনো তা সম্ভব।'
সমাবেশের আয়োজক ইয়ারিভ ওপেনহেইমার বলেন, 'কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মধ্যে এটি একটি। কেননা এর মাধ্যমে আমরা সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা পেঁৗছে দিতে চাই।' সমাবেশে ১৫ হাজারের মতো বিক্ষোভকারী অংশ নিয়েছে দাবি করে তিনি বলেন, তাদের অধিকাংশই ইহুদি হলেও আরবরাও এতে অংশ নেয়। শহরের এক জায়গায় মিলিত হয়ে তারা হেঁটে জাদুঘর চত্বরে যায়। পরে সেখানে তারা সমাবেশ করে।
এদিকে কমপক্ষে এক হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের জন্য বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ইসরায়েল। সূত্র : এএফপি।
সমাবেশের আয়োজক ইয়ারিভ ওপেনহেইমার বলেন, 'কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মধ্যে এটি একটি। কেননা এর মাধ্যমে আমরা সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা পেঁৗছে দিতে চাই।' সমাবেশে ১৫ হাজারের মতো বিক্ষোভকারী অংশ নিয়েছে দাবি করে তিনি বলেন, তাদের অধিকাংশই ইহুদি হলেও আরবরাও এতে অংশ নেয়। শহরের এক জায়গায় মিলিত হয়ে তারা হেঁটে জাদুঘর চত্বরে যায়। পরে সেখানে তারা সমাবেশ করে।
এদিকে কমপক্ষে এক হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের জন্য বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ইসরায়েল। সূত্র : এএফপি।
Post a Comment