রাজধানীর মতিঝিলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুমায়ুন কবির ওরফে বিপ্লব (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সিগমা হাসপাতাল-সংলগ্ন রেললাইনের পাশে গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন আরোহী শাহজাহানপুরে রেললাইনের পাশে র্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় র্যাব থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব-৩-এর একটি দল তাদের ধাওয়া করে। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবের পাল্টা গুলিতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। অন্যরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, র্যাব-৩-এর কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেন।
এ ঘটনায় র্যাবের সহকারী উপপরিচালক মিজানুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেছেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, র্যাব-৩-এর কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেন।
এ ঘটনায় র্যাবের সহকারী উপপরিচালক মিজানুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেছেন।
Post a Comment