ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তে প্রতিদ্বন্দ্বী দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গত তিন দিনে অন্তত ১০ জন নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে ৪০ হাজার মানুষ।
রাজ্য দুটির কর্মকর্তারা গতকাল শনিবার জানান, গারো আদিবাসীরা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার কাউন্সিল গঠনের দাবি করায় প্রতিদ্বন্দ্বী রাভা আদিবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। আসামের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী ভূমিধর বর্মণ বলেন, জাতিগত সংঘর্ষে গত তিন দিনে উভয় সম্প্রদায়ের অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। আসামের প্রধান শহর গুয়াহাটির স্থানীয় কর্মকর্তারা জানান, সহিংসতার কারণে প্রায় ৩২ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়েছে। তাদের খেলার মাঠ, সরকারি স্কুল ও দপ্তরগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে। মেঘালয়ের কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে তাদের অংশের প্রায় আট হাজার মানুষ বাস্তুহারা হয়েছে। রাজ্য দুটির সরকার হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে আসা মানুষকে বাসস্থান, খাদ্য, বস্ত্র ও ওষুধ সরবরাহ করতে ত্রাণ শিবির খুলেছে। কর্মকর্তারা বলছেন, এ দুই সম্প্রদায়ের মধ্যে আগেও উত্তেজনার নজির রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য দুটির কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারফিউ জারি করে। গতকাল কারফিউ ছয় ঘণ্টার জন্য শিথিল করা হয়। আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা লুইস আইন্ড বলেন, 'নতুন করে সহিংসতা মোকাবিলায় আমরা অধাসামরিক বাহিনীর শতাধিক সদস্য ও সেনা মোতায়েন করেছি।' সূত্র : এএফপি।
Post a Comment