এবার আইটেম গার্ল

এরই মধ্যে ‘কামাসূত্র থ্রিডি’ ছবিতে অভিনয় করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন শারলিন চোপড়া। প্রাপ্তবয়স্ক এ ছবিকে অনেকটাই পর্নো ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে। ছবিতে একাধিক নগ্ন এবং যৌন দৃশ্যে কাজ করেছেন শারলিন।
এদিকে এর আগে একাধিক বিচে অর্ধনগ্ন ফটোশুটেও মডেল হিসেবে বহুবার ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ‘কামসূত্র থ্রিডি’ ছবিটি চলতি বছরই মুক্তি দেয়ার কথা রয়েছে। এদিকে নতুন খবর হলো, নগ্ন দৃশ্যের পারফরমার থেকে এবার আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ ঘটছে শারলিনের। সম্প্রতি নতুন একটি ছবিতে আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন পূজা ভাট। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুদা এবং এষা গুপ্তা। এ ছবিতে আইটেম গানে আবেদনময়ী শারলিনকেই আবিষ্কার করবেন দর্শক। খুব শিগগিরই এই গানটির দৃশ্যায়ন শুরু হবে মুম্বইতে। ধারণা করা হচ্ছে, ‘কামসূত্র থ্রিডি’ মুক্তির আগেই আইটেম গানটি প্রকাশ করা হবে। মূলত ছবির প্রচারণার জন্যই এটি করা হচ্ছে। জানা গেছে, এই আইটেম গানটিতেও ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে আসছেন শারলিন। এখানে ৫০ জন নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিয়ে দারুণ খুশি শারলিন। এরই মধ্যে প্রথমবারের মতো আইটেম গানে কাজ করা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি মিডিয়ার কাছে। এ বিষয়ে শারলিন চোপড়া বলেন, আইটেম গানে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। বেশ কিছু প্রস্তাবও পেয়েছি গত এক বছরে। কিন্তু সেগুলো মনের মতো হচ্ছিল না। এবারের গানটির আয়োজন আমার ভাল লেগেছে। এর জন্য বিশাল একটি সেট তৈরি করা হচ্ছে। গানটির কোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন গনেশ। এখানে অনেক আবেদনময়ীরূপে উপস্থাপিত হবো আমি। আমি অনেক আশাবাদী গানটি নিয়ে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger