ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসুন- অলি আহমদ

সরকারের অপশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে অলি আহমদ বলেন, বিগত কয়েক মাস ধরে প্রত্যকটি রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ আতঙ্ক  ও মৃত্যুপুরীতে বসবাস করছে। সোনার বাংলা আজ শ্মশানে পরিণত হচ্ছে। তিনি বলেন, ভয় প্রদর্শন করে মানুষের মন জয় করা সম্ভব নয়। প্রতিবন্ধকতা যত বড় তা অতিক্রম করার গৌরবও তত বড়। দেশকে রক্ষা করুন। বর্তমান প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে বা অন্য কাউকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এই অসহনীয় অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পন্থা হচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা। এই মুহূর্তে প্রয়োজন দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে নিজের পদ-পদবির কথা চিন্তা না করে এগিয়ে আসা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অলি আহমদ বলেন, এই মুহূর্তে দল এবং নিজের কথা চিন্তা না করে, দেশের অবস্থা অনুধাবন করুন। বহু রাজনৈতিক নেতা চূড়ান্ত ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে অপশাসনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে হবে। ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করতে হবে। কর্নেল অলি বলেন, দেশকে বাঁচাতে একদলীয় নির্বাচন বন্ধ করুন। দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। অনেকে চায় না বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক। এদেশে সমস্যা সৃষ্টি করে তারা ফায়দা লুটতে চায়। রাজনীতিবিদদের অনেকেই ওই দেশগুলোর এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিজের ছায়ার সঙ্গে নির্বাচনী যুদ্ধে লিপ্ত হয়েছে। তারা দেশের মানুষকে তোয়াক্কা করছে না। জনগণের মনে প্রশ্ন- বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছে? এদের প্রায় অনেকে ১৯৭৪ সালের রক্ষী বাহিনী ও লাল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger