বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা এএইচআরসির

বাংলাদেশে সহিংসতা পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)।
যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও দারিদ্র্য পীড়িত এ জাতির স্বাধীনতা রক্ষা করার জন্য এমন আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে এ নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন হংকংভিত্তিক এএইচআরসি এর নির্বাহী পরিচালক বিজো ফ্রাসিস। এতে বলা হয়েছে, গত শতাব্দীতে গৃহযুদ্ধ কবলিত কেনিয়াতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ যে ভূমিকা নিয়েছিল একই রকম ভূমিকা নিয়ে বাংলাদেশেও একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে। এতে কেনিয়া ও অন্য দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তারানকোর তৃতীয় দফা বাংলাদেশ সফর করার প্রাক্কালে লেখা ওই চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশে যে নৃশংসতা ঘটছে তাকে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এতে বলা হয়, বাংলাদেশের সংবিধান থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী ক্ষমতা ধরে রাখার জন্য একটি সঙ্কট সৃষ্টি করেছেন। এখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রযন্ত্র ও এর বাইরের শক্তিকে। দু’ পক্ষই নির্বাচন কমিশনের শক্তি নেই এ কথা জানে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger