সব মনোনয়নপত্র বাতিল করতে ইসিকে এরশাদের চিঠি

জাতীয় পার্টির নামে কোন প্রার্থীকে লাঙল প্রতীক বরাদ্দ না দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে দলের পক্ষ থেকে প্রার্থীদের জমা দেয়া সব মনোনয়নপত্র বাতিলের জন্য চিঠিতে বলা হয়েছে।
আজ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ ইসি সচিব মোহাম্মদ সাদিকের কাছে এই আবেদনপত্র জমা দেন। চিঠিতে এরশাদ বলেন, আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান তফসিল অনুযায়ী জাতীয় পার্টি এ নির্বাচন থেকে বিরত থাকবে এবং ইতোমধ্যে পার্টি প্রদত্ত সব মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এ  নির্বাচনে ‘লাঙ্গল’ প্রতীক কাউকে বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদ। এদিকে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের প্রেসিডেন্ট পার্কের নিচে সাংবাদিকদের বলেন, এরশাদ দলীয় সিদ্ধান্তে অনড় আছেন। সব প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যানের প্রত্যাহারের আবেদনও গ্রহন করা হয়েছে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger