ফখরুলসহ সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিরোধী নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে তার গুলশানের বাসভবনে জাতিসংঘের সহকারী  মহাসচিবের সঙ্গে বৈঠকের পরপরই এ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আলোচনা চলছে, আলোচনা এখনও শেষ হয়ে যায়নি। যিনি (তারানকো) এসেছেন আলোচনা শেষ হলে কি দাঁড়াবে তা তিনি জানাবেন। আলোচনা শেষ হলে আমরাও আমাদের বক্তব্য জানাবো। এসময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি মির্জা আলমগীর। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে খালেদার জিয়ার বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করার মতো সময় এখনও হয়নি। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রথমে খালেদা জিয়ার বাসভবন থেকে  বেরিয়ে যান শমসের মবিন চৌধুরী। এরপর পর্যায়ক্রমে বের হন নজরুল ইসলাম খান, ওসমান ফারুক। এরপর সিনিয়র নেতাদের সঙ্গে আবার বৈঠক করেন খালেদা জিয়া। রাত ৯টার দিকে খালেদার জিয়ার বাসভবন থেকে বের হন ড. মোশাররফ হোসেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর বের হয়ে সাবিহউদ্দিনের গাড়িতে করে খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন। দীর্ঘদিন পর নিরাপদ অবস্থানে থাকার পর বিরোধী নেতার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠকের সূত্র ধরে প্রকাশ্যে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীর। এবং খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি সর্বশেষ ২৯শে নভেম্বর নয়াপল্টনে গায়েবানা জানাজায় অংশ নিয়েছিলেন।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger