প্রাণপ্রিয় বন্ধুরা, এই রিমঝিম বৃষ্টির মাঝে তোমরা আমাদের সালাম ও শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বর্ষা মানেই মন মাতানো ছন্দ। ছন্দের সাথে কি সবুজ মায়াবী প্রকৃতি! গ্রামের পথঘাট কাদায় পিচ্ছিল। খাল বিল কানায় কানায় ভরপুর। ভেজা মাঠ ও বাঁশবাগানে পা রাখতেই নাকে ভেসে আসে এক অন্যরক গন্ধ। এই সময়ে ঘরে কিংবা বারান্দায় বসে চাল ভাজা কিংবা মুড়ি খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা। আর তার সাথে যদি যুক্ত হয় দাদা- দাদীর গল্প- তাহলে তো কথাই নেই। বৃষ্টির মজা যেমন আছে, তেমনি তার অপর পাশে আছে নিদারুন কষ্ট এবং দুর্ভোগ। যারা গরিব, যাদের ঘরের চালে কুটো ফাঁকা হয়ে গেছে। যেখান থেকে টুপ টাপ করে ক্রমাগত বৃষ্টি ঝরে। যার কারণে তারা বৃষ্টির সময় না পারে শান্তিতে বসতে, আর না পারে রাতে ঘুমুতে। একটানা বৃষ্টি হলে কাজ জোটে না। এজন্য তাদের প্রায়ই অভুক্ত থাকতে
হয়। আর যদি বন্যার মতো ভয়ঙ্কর কিছু ঘটে যায়- তাহলে তো তাদের দুঃখ কষ্টের আর কোন সীমা- পরিসীমা থাকে না। বর্ষার চরিত্রতো এমনি। আমাদের উচিত- নিজেদের সাধ্যমতো দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো। তাদের সহযোগিতা করা।
হয়। আর যদি বন্যার মতো ভয়ঙ্কর কিছু ঘটে যায়- তাহলে তো তাদের দুঃখ কষ্টের আর কোন সীমা- পরিসীমা থাকে না। বর্ষার চরিত্রতো এমনি। আমাদের উচিত- নিজেদের সাধ্যমতো দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো। তাদের সহযোগিতা করা।
আজ এ পর্যন্তই।
ভালো থেকো, সুস্থ থেকো
এ প্রত্যাশায়...
তোমাদের সম্পাদক ভাইয়া।
ভালো থেকো, সুস্থ থেকো
এ প্রত্যাশায়...
তোমাদের সম্পাদক ভাইয়া।
Post a Comment