আমরা দিতে চাই অন্য এক পৃথিবী
মনের দরজা মেলে যেখানে হেঁটে বেড়ায় অন্য রকম মানুষ
যাদের মাঝে নেই কোন হিংসা নেই কোন অহংকার
আছে শুধু সাম্য, শান্তি আর ভালোবাসা
যারা নিজের চেয়েও বেশী প্রাধান্য দেয় অন্যের সুবিধাকে।
আমরা দিতে চাই অন্য এক আকাশ
যেখানে বইবে দূষিত বায়ূর পরিবর্তে পরিচ্ছন্ন বায়ূ
যে আকাশে ভেসে বেড়াবে সুখি আর শান্তির পায়রা।
আমরা দিতে চাই অন্য রকম বাতাস
যে বাতাসে ভেসে বেড়াবে ঐক্যের সুগন্ধ
যে বাতাসের তাড়নায় নিমিষেই দূর হয়ে যাবে
অশান্তির কালো ছায়া।
আমরা ফুটাতে চাই অন্যরকম ফুল
যে ফুলের সুভাসে বিমোহিত হয়ে যাবে মানুষ
অবাক হয়ে তাকিয়ে থাকবে বিশ্ববাসী।
আমরা এমন কিছু দেখাতে চাই
যেখানে আকাশ বাতাসে শোনা যায়
মুয়াজ্জিনের আযানের সুর
সর্বদা মানুষ তৎপর থাকে আল্লাহ ও রাসূলের
সন্তুষ্টির জন্য।
আমরা দিতে চাই অন্য রকম পরিবেশ
যেখানে থাকবেনা কান্না হাহাকার
থাকবে না অশ্র“, মানুষ হাসবে
আবার সম্প্রীতির বন্ধন দেখে।
Post a Comment