১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০ ।। সারোয়ার সোহেন

১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলিকে একবার মাত্র ব্যবহার করে ১০০ তৈরি করার চেষ্ঠা করেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। যারা চেষ্টা করে সমাধান পেয়েছেন তাদের অভিনন্দন আর যারা পাননি তারা একবার চোখবুলাতে পারেন আমার এই টপিকটিতে।
উপরের সমীকরণে ১ থেকে ৯ পর্যন্ত অংকগুলির মাঝে যেকোনো স্থানে যেকোনো গাণিতিক চিহ্ন বসিয়ে সমাধান করতে হবে, চাইলে একাধিক অংক একসাথে নিয়ে কাজ করা যাবে। কিন্তু কোনো রকম ভাবেই ক্রমানুসার ভাঙ্গা যাবেনা। বলতে পারেন এভাবে কতটি সমাধান করা সম্ভব……

১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
২) ১২৩+৪-৫+৬৭-৮৯ = ১০০
৩) ১২৩+৪×৫-৬×৭+৮-৯ = ১০০
৪) ১২৩-৪৫-৬৭+৮৯ = ১০০
৫) ১২৩-৪-৫-৬-৭+৮-৯ = ১০০
৬) ১২+৩৪+৫×৬+৭+৮+৯ = ১০০
৭) ১২+৩৪-৫+৬×৭+৮+৯ = ১০০
৮ ) ১২+৩৪-৫-৬+৭×৮+৯ = ১০০
৯) ১২+৩৪-৫-৬-৭+৮×৯ = ১০০
১০) ১২+৩+৪+৫-৬-৭+৮৯ = ১০০
১১) ১২+৩+৪-৫৬÷৭+৮৯ = ১০০
১২) ১২+৩-৪+৫+৬৭+৮+৯ = ১০০
১৩) ১২+৩×৪৫+৬×৭-৮৯ = ১০০
১৪) ১২+৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০
১৫) ১২+৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০
১৬) ১২+৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০
১৭) ১২-৩+৪×৫+৬+৭×৮+৯ = ১০০
১৮) ১২-৩+৪×৫+৬-৭+৮×৯ = ১০০
১৯) ১২-৩-৪+৫-৬+৭+৮৯ = ১০০
২০) ১২-৩-৪+৫×৬+৭×৮+৯ = ১০০
২১) ১২-৩-৪+৫×৬-৭+৮×৯ = ১০০
২২) ১২×৩-৪+৫-৬+৭৮-৯ = ১০০
২৩) ১২×৩-৪-৫-৬+৭+৮×৯ = ১০০
২৪) ১২×৩-৪×৫+৬৭+৮+৯ = ১০০
২৫) ১২÷৩+৪×৫-৬-৭+৮৯ = ১০০
২৬) ১২÷৩+৪×৫×৬-৭-৮-৯ = ১০০
২৭) ১২÷৩+৪×৫×৬×৭÷৮-৯ = ১০০
২৮) ১২÷৩÷৪+৫×৬+৭৮-৯ = ১০০
২৯) ১+২৩৪-৫৬-৭-৮×৯ = ১০০
৩০) ১+২৩৪×৫×৬÷৭৮+৯ = ১০০
৩১) ১+২৩৪×৫÷৬-৭-৮৯ = ১০০
৩২) ১+২৩-৪+৫৬+৭+৮+৯ = ১০০
৩৩) ১+২৩-৪+৫৬÷৭+৮×৯ = ১০০
৩৪) ১+২৩-৪+৫+৬+৭৮-৯ = ১০০
৩৫) ১+২৩-৪-৫+৬+৭+৮×৯ = ১০০
৩৬) ১+২৩×৪+৫৬÷৭+৮-৯ = ১০০
৩৭) ১+২৩×৪+৫-৬+৭-৮+৯ = ১০০
৩৮) ১+২৩×৪-৫+৬+৭+৮-৯ = ১০০
৩৯) ১+২+৩৪-৫+৬৭-৮+৯ = ১০০
৪০) ১+২+৩৪×৫+৬-৭-৮×৯ = ১০০
৪১) ১+২+৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
৪২) ১+২+৩-৪৫+৬৭+৮×৯ = ১০০
৪৩) ১+২+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
৪৪) ১+২+৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০
৪৫) ১+২+৩×৪-৫-৬+৭+৮৯ = ১০০
৪৬) ১+২+৩×৪×৫৬÷৭-৮+৯ = ১০০
৪৭) ১+২+৩×৪×৫÷৬+৭৮+৯ = ১০০
৪৮) ১+২-৩×৪+৫×৬+৭+৮×৯ = ১০০
৪৯) ১+২-৩×৪-৫+৬×৭+৮×৯ = ১০০
৫০) ১+২×৩৪-৫৬+৭৮+৯ = ১০০
৫১) ১+২×৩+৪+৫+৬৭+৮+৯ = ১০০
৫২) ১+২×৩+৪×৫-৬+৭+৮×৯ = ১০০
৫৩) ১+২×৩-৪+৫৬÷৭+৮৯ = ১০০
৫৪) ১+২×৩-৪-৫+৬+৭+৮৯ = ১০০
৫৫) ১+২×৩×৪×৫÷৬+৭+৮×৯ = ১০০
৫৬) ১-২৩+৪×৫+৬+৭+৮৯ = ১০০
৫৭) ১-২৩-৪+৫×৬+৭+৮৯ = ১০০
৫৮) ১-২৩-৪-৫+৬×৭+৮৯ = ১০০
৫৯) ১-২+৩+৪৫+৬+৭×৮-৯ = ১০০
৬০) ১-২+৩×৪+৫+৬৭+৮+৯ = ১০০
৬১) ১-২+৩×৪×৫+৬×৭+৮-৯ = ১০০
৬২) ১-২+৩×৪×৫-৬+৭×৮-৯ = ১০০
৬৩) ১-২-৩৪+৫৬+৭+৮×৯ = ১০০
৬৪) ১-২-৩+৪৫+৬×৭+৮+৯ = ১০০
৬৫) ১-২-৩+৪৫-৬+৭×৮+৯ = ১০০
৬৬) ১-২-৩+৪৫-৬-৭+৮×৯ = ১০০
৬৭) ১-২-৩+৪×৫৬÷৭+৮×৯ = ১০০
৬৮) ১-২-৩+৪×৫+৬৭+৮+৯ = ১০০
৬৯) ১-২×৩+৪×৫+৬+৭+৮×৯ = ১০০
৭০) ১-২×৩-৪+৫×৬+৭+৮×৯ = ১০০
৭১) ১-২×৩-৪-৫+৬×৭+৮×৯ = ১০০
৭২) ১×২৩৪+৫-৬৭-৮×৯ = ১০০
৭৩) ১×২৩+৪+৫৬÷৭×৮+৯ = ১০০
৭৪) ১×২৩+৪+৫+৬৭-৮+৯ = ১০০
৭৫) ১×২৩-৪+৫-৬-৭+৮৯ = ১০০
৭৬) ১×২৩-৪-৫৬÷৭+৮৯ = ১০০
৭৭) ১×২৩×৪-৫৬÷৭÷৮+৯ = ১০০
৭৮) ১×২+৩৪+৫৬+৭-৮+৯ = ১০০
৭৯) ১×২+৩৪+৫+৬×৭+৮+৯ = ১০০
৮০) ১×২+৩৪+৫-৬+৭×৮+৯ = ১০০
৮১) ১×২+৩৪+৫-৬-৭+৮×৯ = ১০০
৮২) ১×২+৩৪-৫৬÷৭+৮×৯ = ১০০
৮৩) ১×২+৩+৪৫+৬৭-৮-৯ = ১০০
৮৪) ১×২+৩+৪×৫+৬+৭৮-৯ = ১০০
৮৫) ১×২+৩-৪+৫×৬+৭৮-৯ = ১০০
৮৬) ১×২+৩×৪+৫-৬+৭৮+৯ = ১০০
৮৭) ১×২-৩+৪+৫৬÷৭+৮৯ = ১০০
৮৮) ১×২-৩+৪-৫+৬+৭+৮৯ = ১০০
৮৯) ১×২-৩+৪×৫-৬+৭৮+৯ = ১০০
৯০) ১×২×৩৪+৫৬-৭-৮-৯ = ১০০
৯১) ১×২×৩+৪+৫+৬+৭+৮×৯ = ১০০
৯২) ১×২×৩-৪৫+৬৭+৮×৯ = ১০০
৯৩) ১×২×৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
৯৪) ১×২×৩-৪×৫+৬×৭+৮×৯ = ১০০
৯৫) ১×২×৩×৪+৫+৬+৭×৮+৯ = ১০০
৯৬) ১×২×৩×৪+৫+৬-৭+৮×৯ = ১০০
৯৭) ১×২×৩×৪-৫-৬+৭৮+৯ = ১০০
৯৮) ১×২÷৩+৪×৫÷৬+৭+৮৯ = ১০০
৯৯) ১÷২×৩৪-৫+৬-৭+৮৯ = ১০০
১০০) ১÷২×৩÷৪×৫৬+৭+৮×৯ = ১০০
১০১) ১÷২÷৩×৪৫৬+৭+৮+৯ = ১০০
১০২) ১+২.৩-৪+৫+৬.৭+৮৯ = ১০০
১০৩) ১!+২!+৩-৪+৫+৬+৭৮+৯ = ১০০
১০৪) -১+২-৩+৪+৫+৬+৭৮+৯ = ১০০
১০৫) ১২৩+৪৫-৬৭+৮-৯ = ১০০
আশাকরি এরপর আর কারো ১০০ তৈরির এই খেলার উত্তর পেতে কষ্ট হবে না।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger