নাৎসি জার্মানির প্রচারবিষয়ক হোতা জোসেফ গোয়েবলস একাধিক প্রেম করছেন। খুঁড়িয়ে হাঁটা এই জার্মান নেতার অন্যতম আগ্রহ ছিল নারীদের যৌনমিলনে প্রলুব্ধ করা।
ইউনিভার্সিটি অব লন্ডনের ইতিহাসের অধ্যাপক পিটার লঙেরিচের লেখা একটি বইয়ে এসব কথা বলা হয়েছে। বইয়ে বলা হয়, পোলিওতে আক্রান্ত গোয়েবলস ছিলেন বিকৃত রুচির ও যৌনতায়-আচ্ছন্ন এক ব্যক্তি।
জার্মান অধ্যাপক লঙেরিচ প্রথমবারের মতো গোয়েবলসের রেখে যাওয়া ৩০ হাজারেরও বেশি নথিপত্র দেখার সুযোগ পান। এই অধ্যাপকের লেখা ৯১২ পৃষ্ঠার জোসেফ গোয়েবলস: বায়োগ্রাফি বইতে বলা হয়, ১৬ বছর বয়সে এক সহপাঠীর সৎমায়ের প্রতি আকৃষ্ট হন গোয়েবলস।
নথিপত্রগুলোতে গোয়েবলসের অন্যান্য প্রেম সম্পর্কেও বর্ণনা ছিল। ১৯১৭ সালে বনে পড়াশোনার সময় দুই নারীর সঙ্গে প্রেমের কথাও উল্লেখ ছিল সেখানে।
চেক অভিনেত্রী লিডা রারোভার প্রতিও আকৃষ্ট হন গোয়েবলস, যা হিটলারকে ক্ষুব্ধ করেছিল। পিটিআই।
জার্মান অধ্যাপক লঙেরিচ প্রথমবারের মতো গোয়েবলসের রেখে যাওয়া ৩০ হাজারেরও বেশি নথিপত্র দেখার সুযোগ পান। এই অধ্যাপকের লেখা ৯১২ পৃষ্ঠার জোসেফ গোয়েবলস: বায়োগ্রাফি বইতে বলা হয়, ১৬ বছর বয়সে এক সহপাঠীর সৎমায়ের প্রতি আকৃষ্ট হন গোয়েবলস।
নথিপত্রগুলোতে গোয়েবলসের অন্যান্য প্রেম সম্পর্কেও বর্ণনা ছিল। ১৯১৭ সালে বনে পড়াশোনার সময় দুই নারীর সঙ্গে প্রেমের কথাও উল্লেখ ছিল সেখানে।
চেক অভিনেত্রী লিডা রারোভার প্রতিও আকৃষ্ট হন গোয়েবলস, যা হিটলারকে ক্ষুব্ধ করেছিল। পিটিআই।
Post a Comment