কাশ্মীরে সেনা হ্রাসের কথা ভাবছে ভারত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাসংখ্যা কমানোর কথা চিন্তাভাবনা করছে নয়া দিল্লি। এ ছাড়া পাকিস্তানিদের ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে দিল্লির। রাজনৈতিকভাবে কাশ্মীর সমস্যার সমাধান করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জি কে পিল্লাই গতকাল শুক্রবার এসব কথা জানিয়েছেন।

তবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা বলেছেন, উপত্যকায় শান্তিরক্ষার স্বার্থে সেখানে সেনা হ্রাস করা হলে চলবে না, সেনাবাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পিল্লাই বলেন, কাশ্মীর থেকে আগামী এক বছরে ২৫ শতাংশ সেনা হ্রাসের কথা ভাবছে সরকার।
ভারতের ভূস্বর্গখ্যাত মুসলিম-অধ্যুষিত কাশ্মীর উপত্যকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সেখানকার জনগণ। গত জুন মাস থেকে শুরু হওয়া বিক্ষোভে সেখানে শতাধিক মানুষ নিহত হয়।
সরকার চলমান এ সংকট রাজনৈতিকভাবে সমাধানের আশ্বাস দিলে কাশ্মীরি জনগণ আপাত শান্ত হয়।
পিল্লাই বলেন, কাশ্মীরের জনগণ যদি সেখানে সেনা উপস্থিতিকে তাদের হয়রানি মনে করে, আর যদি স্থানীয় পুলিশের সাহায্যে ওই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা সক্ষম হয়, তাহলে সেখান থেকে সেনাসংখ্যা কমিয়ে আনা যেতে পারে। রয়টার্স।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger