পাবনায় শ্বশুরবাড়ি থেকে যুবককে ধরে এনে কুপিয়ে হত্যা

পাবনার চাটমোহর উপজেলায় সুজন হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার দুবলাপাড়া গ্রামের বিলের মধ্য থেকে সুজনের লাশ উদ্ধার করেছে। সুজন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুবলাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশের ভাষ্যমতে, সুজন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য। পারিবারিক সূত্রের বরাত দিয়ে চাটমোহর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সুজন আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নগর চাচকিয়া গ্রামে তার শ্বশুর আলফাজ উদ্দিনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বিকেল ৪টার দিকে ১০-১২ জনের একটি সন্ত্রাসীদল তাকে তার শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুবলাপাড়া গ্রামের বিলের মধ্যে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সহিদ আলম বলেন, 'আমাদের প্রাথমিক ধারণা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সন্ত্রাসীরা পূর্ববিরোধের জের ধরে সুজনকে হত্যা করতে পারে।'
গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাটমোহর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger