ব্রিটিশ কারাগারে দাঙ্গা আগুন

ব্রিটেনের একটি কারাগারের দাঙ্গাবাজ বন্দিরা কয়েকটি ভবনে শনিবার আগুন ধরিয়ে দেয়। ইংল্যান্ডের অ্যারানডালের নিকট ফোর্ড কারাগারের প্রায় ৪০ বন্দি ঐ দাঙ্গায় অংশ নেয়। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দাঙ্গায় কেউ হতাহত হয়নি বলে কতর্ৃপক্ষ জানিয়েছে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার যখন কারাখাতে বরাদ্দ কমানোর কথা ভাবছে, তখন এ দাঙ্গা সে পরিকল্পনা পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশেস্নষকরা। প্রত্যন্ত এলাকায় অবস্থিত ঐ উন্মুক্ত কারাগারে প্রায় পাঁচশ বন্দি রয়েছে। সেখানে নিয়মনীতি কিছুটা শিথিল। বন্দিরা কারাগারের ভেতরে ঘুরে বেড়ানোর সুযোগ পায়।

কারা কর্মকর্তাদের সংগঠন প্রিজন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের উপ সাধারণ সম্পাদক মার্ক ফ্রিম্যান বলেন, নববর্ষে বন্দিদের অনেকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে। তখন কারা কর্মীরা তাদের রক্তে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করতে গেলে বন্দিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে ভাংচুর ও পরে তারা ভবনে আগুন ধরিয়ে দেয়। ঐ সময় কারাগারে দুই কারা কর্মকর্তা এবং চারজন কর্মী ছিলেন। তবে দাঙ্গা বাধার পর প্রায় ২০০ কারারক্ষী ঐ কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের একটি ভবন আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি ভবনও।

কারা কর্মকর্তা ফ্রিম্যান স্কাই-নিউজকে বলেন: সরকার কারাখাতে ব্যয় কমিয়ে কারা কর্মকর্তার সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়ন কতটা বিপজ্জনক হতে পারে, ফোর্ড কারাগারের ঘটনা তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো। ফ্রিম্যান বলেন, আমাদের এখনই ১ হাজার কারা কর্মকর্তার ঘাটতি রয়েছে, আরো কর্মকর্তা প্রয়োজন। কারাগার সংক্রান্ত মন্ত্রী ক্রিসপিন বস্নান্ট বলেন:কম নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন ঐ কারাগারে দাঙ্গার ঘটনা জঘন্য এবং অভূতপূর্ব। কেননা এ কারাগারের বন্দিরা ভাল আচরণ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger