অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে সুনামির মতো আকস্মিক বন্যায় গত সোমবার চার শিশুসহ অন্তত ১০ জন মারা গেছে। এখনো নিখোঁজ আছে ৭৮ জন। কুইন্সল্যান্ডের তিন-চতুর্থাংশ এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রদেশের রাজধানী ব্রিসবেনেও গতকাল বন্যাসতর্কতা জারি করা হয়েছে।
লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি-ঘর ছাড়ছে। কর্মকর্তারা জনান, কয়েক দিনের টানা বৃষ্টির পর সোমবার ব্রিসবেনের পশ্চিমে টোওম্বা শহরে সুনামির মতো আকস্মিক বন্যার পানি ঢুকে। দ্রুতবেগে পানি ঢোকায় লোকজন দিশেহারা হয়ে পড়ে। মারা যায় ১০ জন। নিখোঁজ হয় অন্তত ৭৮ জন। নিহত লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই রাস্তায় গাড়িতে থাকার সময় বন্যার তোড়ে ভেসে গেছে। সোমবারের বন্যায় কোনো পূর্বসতর্কতাও জারি করতে পারেনি কর্তৃপক্ষ।
টোওম্বার মেয়র পিটার টেলর বলেন, 'ভারী বর্ষণের কারণে অল্প সময়ের মধ্যেই শহর প্লাবিত হয়ে গেছে। এটা নজিরবিহীন। অনেকেই একে সুনামির সঙ্গে তুলনা করছে। সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।' আবহাওয়াবিদরা আরো বৃষ্টিপাতের পূর্বাবাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল সতর্ক করেছেন, উদ্ধার কর্মকাণ্ড শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। কুইন্সল্যান্ডের সরকারপ্রধান আনা ব্লাই সোমবারের প্লাবনকে গত নভেম্বরের শেষ দিকে শুরু হওয়া বন্যার মধ্যে 'সবচেয়ে বিপজ্জনক সময়' বলে অভিহিত করেন। বলেন, 'আমাদের জরুরি উদ্ধারকর্মীরা সর্বোচ্চ সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।'
ব্রিসবেন কর্তৃপক্ষ জানায়, পাশের ব্রিসবেন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ৩০টিরও বেশি শহরতলি অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে। ব্রিসবেনের মেয়র ক্যাম্পবেল নিউম্যান সতর্ক করেছেন, সাড়ে ছয় হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হতে পারে। স্থানীয় এক কর্মকর্তা জানান, মাত্র এক ঘণ্টায় পানির স্তর চার ফুট ১০ ইঞ্চি বেড়ে গেছে। এই বৃদ্ধি অব্যাহত আছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত পানির স্তর সর্বোচ্চ সীমায় পেঁৗছে যেতে পারে। ব্রিসবেনের এক বাসিন্দা বালেন, 'সুপারমার্কেটগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। রাস্তার মানুষ দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছে। দোকানপাট ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিসবেনের একটি শহরতলিতে আমি আটকা পড়েছি। ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় এ এলাকার নাম রয়েছে।'
১৮৯৩ সালের পর এটাই কুইন্সল্যান্ডে সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রদেশজুড়ে বন্যায় প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বন্যায় কয়েক শ কোটি ডলার অর্থের ক্ষতি হয়েছে।
সূত্র : বিবিসি।
লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি-ঘর ছাড়ছে। কর্মকর্তারা জনান, কয়েক দিনের টানা বৃষ্টির পর সোমবার ব্রিসবেনের পশ্চিমে টোওম্বা শহরে সুনামির মতো আকস্মিক বন্যার পানি ঢুকে। দ্রুতবেগে পানি ঢোকায় লোকজন দিশেহারা হয়ে পড়ে। মারা যায় ১০ জন। নিখোঁজ হয় অন্তত ৭৮ জন। নিহত লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই রাস্তায় গাড়িতে থাকার সময় বন্যার তোড়ে ভেসে গেছে। সোমবারের বন্যায় কোনো পূর্বসতর্কতাও জারি করতে পারেনি কর্তৃপক্ষ।
টোওম্বার মেয়র পিটার টেলর বলেন, 'ভারী বর্ষণের কারণে অল্প সময়ের মধ্যেই শহর প্লাবিত হয়ে গেছে। এটা নজিরবিহীন। অনেকেই একে সুনামির সঙ্গে তুলনা করছে। সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।' আবহাওয়াবিদরা আরো বৃষ্টিপাতের পূর্বাবাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গতকাল সতর্ক করেছেন, উদ্ধার কর্মকাণ্ড শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। কুইন্সল্যান্ডের সরকারপ্রধান আনা ব্লাই সোমবারের প্লাবনকে গত নভেম্বরের শেষ দিকে শুরু হওয়া বন্যার মধ্যে 'সবচেয়ে বিপজ্জনক সময়' বলে অভিহিত করেন। বলেন, 'আমাদের জরুরি উদ্ধারকর্মীরা সর্বোচ্চ সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।'
ব্রিসবেন কর্তৃপক্ষ জানায়, পাশের ব্রিসবেন নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ৩০টিরও বেশি শহরতলি অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে। ব্রিসবেনের মেয়র ক্যাম্পবেল নিউম্যান সতর্ক করেছেন, সাড়ে ছয় হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হতে পারে। স্থানীয় এক কর্মকর্তা জানান, মাত্র এক ঘণ্টায় পানির স্তর চার ফুট ১০ ইঞ্চি বেড়ে গেছে। এই বৃদ্ধি অব্যাহত আছে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত পানির স্তর সর্বোচ্চ সীমায় পেঁৗছে যেতে পারে। ব্রিসবেনের এক বাসিন্দা বালেন, 'সুপারমার্কেটগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে। রাস্তার মানুষ দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছে। দোকানপাট ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিসবেনের একটি শহরতলিতে আমি আটকা পড়েছি। ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় এ এলাকার নাম রয়েছে।'
১৮৯৩ সালের পর এটাই কুইন্সল্যান্ডে সবচেয়ে ভয়াবহ বন্যা। প্রদেশজুড়ে বন্যায় প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বন্যায় কয়েক শ কোটি ডলার অর্থের ক্ষতি হয়েছে।
সূত্র : বিবিসি।
Post a Comment