মস্কোর রেড স্কয়ারে বিশেষ ধরনের স্মৃতিসৌধে সংরক্ষিত ভ্লাদিমির ইলিচ লেনিনের মরদেহ কবরে সমাহিত করার পক্ষে প্রায় ৭০ শতাংশ রুশ নাগরিক ভোট দিয়েছে। রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া অনলাইনে এই ভোটাভুটির আয়োজন করে।
গতকাল সোমবার গুডবাইলেনিন ডট আরইউ ওয়েবসাইটি ভোটের ফল জানায়। তবে কমিউনিস্ট পার্টি এর তীব্র সমালোচনা করেছে। মার্কসবাদী বিল্পবী লেনিন রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার নায়ক। তাঁর নেতৃত্বে ১৯১৭ সালের 'অক্টোবর বিপ্লব' সংগঠিত হয়। সমাজতান্ত্রিক দেশ হিসেবে সোভিয়েত রাশিয়া আত্মপ্রকাশ করে। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত বলশেভিক নেতা লেনিন দেশটির প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন। মৃত্যুর পর তাঁর মরদেহ সংরক্ষণ করে রাখার অনুরোধ করে সারা দেশ থেকে সরকারের কাছে ১০ হাজারেরও বেশি টেলিগ্রাম আসে। তখন রেড স্কয়ারে তাঁর মরদেহ সুসজ্জিত পোশাকে সংরক্ষণ করে রাখা হয়।
১৯৯১ সালে সমাজতন্ত্রের পতনের পর থেকেই লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। গত সপ্তাহে ক্ষমতাসীন দলের এমপি ভ্লাদিমির মেদিনিস্কি লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে জোরাল অবস্থান নেন। এরপর এ ব্যাপারে জনমত যাচাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করে সরকারি দল।
গতকাল সকালে দুই লাখ ৫৫ হাজার ৩৪৯ জন অনলাইনে ভোট দেন। এদের মধ্যে এক লাখ ৭৮ হাজার ২২ জন অর্থাৎ ৬৯.৭ শতাংশ মানুষ লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে মত দেয়।
তবে কমিউনিস্ট পার্টি এ উদ্যোগের সমালোচনা করেছে। তাদের দাবি, এ ভোট পক্ষপাতমূলক। এর মাধ্যমে সরকার নিজেদের 'কবর খুঁড়ছে'। সূত্র : এএফপি, দ্য হিন্দুস্তান টাইমস্।
১৯৯১ সালে সমাজতন্ত্রের পতনের পর থেকেই লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। গত সপ্তাহে ক্ষমতাসীন দলের এমপি ভ্লাদিমির মেদিনিস্কি লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে জোরাল অবস্থান নেন। এরপর এ ব্যাপারে জনমত যাচাইয়ের জন্য ভোটাভুটির আয়োজন করে সরকারি দল।
গতকাল সকালে দুই লাখ ৫৫ হাজার ৩৪৯ জন অনলাইনে ভোট দেন। এদের মধ্যে এক লাখ ৭৮ হাজার ২২ জন অর্থাৎ ৬৯.৭ শতাংশ মানুষ লেনিনের মরদেহ সমাহিত করার পক্ষে মত দেয়।
তবে কমিউনিস্ট পার্টি এ উদ্যোগের সমালোচনা করেছে। তাদের দাবি, এ ভোট পক্ষপাতমূলক। এর মাধ্যমে সরকার নিজেদের 'কবর খুঁড়ছে'। সূত্র : এএফপি, দ্য হিন্দুস্তান টাইমস্।
Post a Comment