বাণিজ্য সম্প্রসারণে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারে বাংলাদেশ ও ভুটান। এ ক্ষেত্রে ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে দুই দেশের কোনো বাধা নেই। ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে আজ বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে তিন দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি ওই মত দেন।
আঞ্চলিক যোগাযোগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘সড়ক, রেল ও বিমানপথে যোগাযোগের ব্যাপারে এ অঞ্চলের দেশগুলোতে যথেষ্ট ঘাটতি রয়েছে। গতকাল বুধবার আমি মংলাবন্দর ঘুরে দেখেছি। বর্তমানে বন্দরটিতে যে সুবিধা রয়েছে, তাতে আমি মুগ্ধ। চট্টগ্রাম ও মংলাবন্দর কীভাবে সর্বোচ্চ সদ্ব্যবহার করা যায়, এটি খতিয়ে দেখতে দেশে ফিরে আমি একটি প্রতিনিধিদল পাঠাব।’
ভুটানের প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বছরে ৩০ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে। দ্বিপক্ষীয় এ বাণিজ্যকে তাঁর দেশ ১০০ মিলিয়ন ডলারে নিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘শুধু অর্থনৈতিক কারণেই নয়, দুই দেশের জনগণের স্বার্থে বাণিজ্যের পরিমাণ আমরা বাড়াতে চাই। এ বিষয়টি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে আলোচনা হয়েছে। ট্রানজিটের বিষয়ে বাংলাদেশ ও ভারতের যে চুক্তি হয়েছে, তাতে প্রতিবেশী অন্য দেশও লাভবান হতে পারে। এ মুহূর্তে ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে বাংলাদেশ ও ভুটানের কোনো বাধা আছে বলে আমি মনে করি না।’
বাংলাদেশের কাছে বিদ্যুত্ বিক্রির সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ দেশের ক্রমবর্ধমান জ্বালানি-সংকটের বিষয়টি বিবেচনা রেখে আমরা বাংলাদেশকে বিদ্যুত্ দিতে চাই। বিষয়টি দুই ভাবে হতে পারে। প্রথমত ভুটানের বিদ্যুত্ খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ অংশীদারির ভিত্তিতে বিদ্যুত্ পেতে পারে। আবার ভুটান থেকে সরাসরিও বিদ্যুত্ কিনতে পারে বাংলাদেশ।
থিনলে বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিয়ে ভুটান ও ভারতকে নিয়ে তিন দেশের আলোচনায় বসা উচিত। এ ব্যাপারে যত শিগগির সম্ভব আমরা বাংলাদেশকে সহায়তা দিতে রাজি আছি।’
ভুটানের প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বছরে ৩০ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়ে থাকে। দ্বিপক্ষীয় এ বাণিজ্যকে তাঁর দেশ ১০০ মিলিয়ন ডলারে নিয়ে যেতে চায়। তিনি বলেন, ‘শুধু অর্থনৈতিক কারণেই নয়, দুই দেশের জনগণের স্বার্থে বাণিজ্যের পরিমাণ আমরা বাড়াতে চাই। এ বিষয়টি গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে আলোচনা হয়েছে। ট্রানজিটের বিষয়ে বাংলাদেশ ও ভারতের যে চুক্তি হয়েছে, তাতে প্রতিবেশী অন্য দেশও লাভবান হতে পারে। এ মুহূর্তে ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহারে বাংলাদেশ ও ভুটানের কোনো বাধা আছে বলে আমি মনে করি না।’
বাংলাদেশের কাছে বিদ্যুত্ বিক্রির সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ দেশের ক্রমবর্ধমান জ্বালানি-সংকটের বিষয়টি বিবেচনা রেখে আমরা বাংলাদেশকে বিদ্যুত্ দিতে চাই। বিষয়টি দুই ভাবে হতে পারে। প্রথমত ভুটানের বিদ্যুত্ খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ অংশীদারির ভিত্তিতে বিদ্যুত্ পেতে পারে। আবার ভুটান থেকে সরাসরিও বিদ্যুত্ কিনতে পারে বাংলাদেশ।
থিনলে বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিয়ে ভুটান ও ভারতকে নিয়ে তিন দেশের আলোচনায় বসা উচিত। এ ব্যাপারে যত শিগগির সম্ভব আমরা বাংলাদেশকে সহায়তা দিতে রাজি আছি।’
Post a Comment