মুসলিম জঙ্গিদের চেয়ে হিন্দু চরমপন্থীরা বিপজ্জনক : রাহুল

মুসলিম জঙ্গিদের চেয়ে হিন্দু চরমপন্থীদের ভারতের জন্য বড় হুমকি বলে মনে করেন কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। উইকিলিকসে নয়াদিলি্লর মার্কিন দূতাবাসের ফাঁস হওয়া তারবার্তায় এ কথা জানা গেছে।

গত শুক্রবার প্রকাশিত তারবার্তায় বলা হয়, গত বছর ভারতে মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রোমারের সঙ্গে আলাপকালে কংগ্রেস দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর ছেলে রাহুল জানান, ভারতের মুসলমানদের মধ্যে কিছু লোক হয়তো ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি গ্রুপগুলোকে সমর্থন করে। তবে ভারতের জন্য আরো বড় হুমকি হচ্ছে হিন্দু মৌলবাদী দলগুলোর উত্থান। এরা ধর্মীয় উত্তেজনা সৃষ্টির মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের সঙ্গে বিরোধে জড়ায়।
বার্তায় বলা হয়, সব ধরনের সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা ভারতের জন্য হুমকি বলে জোরালো যুক্তি দেন রাহুল। তিনি বলেন, 'কে কে সন্ত্রাস করছে তাতে কিছু আসে-যায় না, আসল কথা হচ্ছে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকা প্রয়োজন।'
একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী দলকে নিষিদ্ধ ইসলামী ছাত্র সংগঠনের সঙ্গে তুলনা করে গত অক্টোবরে এক রাজনৈতিক বিতর্কের আগুনে ঘি ঢালেন রাহুল। তাঁর মতে, উভয় গোষ্ঠীই চরম মৌলবাদী ভাবধারাকে উৎসাহ দেয়।
উইকিলিকসে ফাঁস হওয়া রাহুলের ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিবসেনা দলের প্রধান বাল ঠাকরে এবং বিরোধী হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির মুখপাত্র প্রকাশ জাভদেকার বলেন, 'রাহুলরা ভারত এবং হিন্দু মূল্যবোধ সম্পর্কে জানেন না বলেই এ কথা বলছেন।'
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'উইকিলিকসের তথ্যে এখন বোঝা যাচ্ছে, মার্কিনিদের কাছে কে তথ্য যুগিয়ে আসছে। এখন পরিষ্কার, কেন আমেরিকা পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে।' বাল ঠাকরে হিন্দু সন্ত্রাসবাদ সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে রাহুলের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি রাহুলকে অতি স্মার্ট না হওয়ার উপদেশ দেন। সূত্র : এএফপি।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger