আইকিউ জুন'১১

১। আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দৌড়ের এক পর্যায়ে আপনি ২য় অবস্থানকারী খেলোড়ারকে পেছনে ফেলে দিলেন, এখন আপনার অবস্থান কত?
(ক) ১ম  (খ) ২য়   (গ) ৩য়   (ঘ)  ৪র্থ
২। আপনার একটি গ্যাসের চুলা, একটি কেরোসিনের চুলা ও একটি কয়লার চুলা আছে। ম্যাচে কেবল একটাই কাঠি আছে। কোনটি আগে জ্বালাবেন?
(ক) গ্যাসের   (খ) কেরোসিন  (গ) কয়লা।
৩। আপনি একটি ফুটবল খেলায় রেফারীর দায়িত্ব পালন করছেন। এক সময় গোলপোস্টের নিকটে ফাউল করে এক খেলোড়ার গোল দিয়ে দিল। আপনি কী সিদ্ধান্ত দিবেন ?
(ক) উক্ত খেলোড়ারকে কার্ড দেখাবেন। (খ) গোল হিসেবে বিবেচনা করবেন। (গ) পেনাল্টি ধরবেন। (ঘ) সব কিছু বাতিল করবেন।

৪। চারটি পাখির মধ্যে কোনটি সবার চেয়ে বেশি আলাদা?
(ক) উটপাখি  (খ) ঈগল পাখি (গ) টিয়া পাখি (ঘ) ময়না পাখি।
৫। মে’১১ সংখ্যায় ‘গ্রাম বাংলার ঐতিহ্য’ পাতায় কি নিয়ে লেখা ছিল?

আইকিউ মে’১১ এর সমাধান :
(১) ১০ মিনিট (২) রবীন্দ্রনাথ ঠাকুর (৩) পরিশ্রমী (৪) জসীম উদ্দিন (৫) নারকেল।

৫টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন- 
সামিরা সুলতানা, নবম শ্রেণী, লক্ষ্মীপুর সরকারী বালিকা বিদ্যালয়, লক্ষ্মীপুর।

৪টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন-
৪টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন-
ঢাকা: কামাল উদ্দিন রায়হান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, সারোয়ার সোহেন, গুলশান। রিয়াজ উদ্দিন, মনিরুল ইসলাম, লালবাগ।  
রায়পুর : শারমিন সুলতানা, সুমাইয়া আক্তার, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, রায়পুর আলীয়া মাদ্রাসা। আবদুল হান্নান, শাহী ট্রেডার্স, মাদ্রাসা মার্কেট, এইচ এম রায়হান, বিএফ হাউজিং লি: জনতা সুপার মার্কেট, মোঃ মাহমুদ ইসলাম, আইটি পার্ক, উম্মে হানী, নতুন বাজার, সানজিদা শারমিন পড়শি, নতুন বাজার, আজাদ রহমান, রায়পুর সুইং মেশিন মেকার, জনতা সুপার মার্কেট, রনি কুরী, পীর ফয়েজ উল্যা রোড, আরাফাত লাইব্রেরী, বড় মসজিদ রোড, মৃদুল হাসান, মীরগঞ্জ রোড দুবাই প্লাজা। চরপাতা : মুক্তা, মোহাম্মদ আল মাহী, উত্তর পূর্ব চরপাতা, পূর্ণিমা আক্তার, আবু তাহের আল আনসারী, আল ইমরান, ফাহমিদা তাসনীম, শিউলী আক্তার (ফাতেমা), সোলায়মান আহসান, পূর্ণিমা আক্তার, মেহেদী হাসান, মাহির আসহাব রাফি, কামরুল হাসান, হালিমা আক্তার (পলি), ফারহানা আক্তার।
লক্ষ্মীপুর : আলী আহমেদ, পৌর ভবন রোড, নাছির উদ্দিন, পৌর ৭নং ওয়ার্ড। হাফেজ আব্বাছ আলী, রামগতি।
কেরোয়া : এসএম কাওসারুল ইসলাম, উত্তর কেরোয়া, সাকিল হোসেন, এম.এম.এ কাদের একাডেমী, উত্তর কেরোয়া, গোলাম মোকতাদির পারভেজ, দক্ষিণ কেরোয়া। ফরিদগঞ্জ : ইব্রাহীম হোসেন, মিজানুর রহমান, আব্বাস আলী, মোতালেব হোসেন, কুলসুম আক্তার, আসমা আক্তার।

আইকিউ মে’১১ ভাগ্যবান বিজয়ী-
১। সামিরা সুলতানা, লক্ষ্মীপুর সরকারী বালিকা, বিদ্যালয়, লক্ষ্মীপুর।
২। শারমিন সুলতানা, রায়পুর আলিয়া মাদ্রাসা, রায়পুর।
৩। সাকিল ইসলাম, এমএমএ কাদের একাডেমী, কেরোয়া, রায়পুর।

অভিনন্দন আপনাদের। আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে আমাদের সৌজন্য উপহার।

এখন অনলাইন বন্ধুরা চাইলে আইকিউ সমাধান পাঠাতে পারেন-
jaherrahman@gmail.com ঠিকানায়। আর অবশ্যই আপনার নাম, ঠিকানা, এবং আইকিউ জুন'২০১১ লিখতে হবে।

“আইকিউ জুন’১১” সমাধান পৌঁছাতে হবে ২৫ জুন এর মধ্যে।



Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger