মানিকগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে শনিবার পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১টার দিকে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন এলাকা থেকে ছাত্রদলের একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে যাওয়ার পর পুলিশ এতে বাধা দেয়।
এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে র‌্যালিটি ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে সংর্ঘষ বাধে। আধাঘন্টা ধরে চলা এ সংঘর্ষের সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাংকসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger