ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্খ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে দুই পক্ষ অবস্খান নেয়ায় দেড় ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা পদ্মা এক্সপ্রেস নামে একটি বাস ভাংচুর করে। সড়কের উপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্খলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger