প্রধানমন্ত্রীর পরিবারের অর্থের উৎস জানতে চাইলেন দেলোয়ার

প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের অর্থের উৎস জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্পদের হিসাব চেয়ে যে বক্তব্য দেন তার জবাব দিতে বিএনপি আজ এই সংবাদ সম্মেলন ডাকে।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘সংসদের একটি ভাষা আছে; যাকে বলা হয় সংসদীয় ভাষা। কিন্তু প্রধানমন্ত্রী যে ভাষায় সংসদে বক্তব্য দিয়েছেন, সেটা সংসদীয় ভাষা নয়। প্রধানমন্ত্রী নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা শিষ্টাচার-বহির্ভূত ও কুরুচিপূর্ণ।’
প্রধানমন্ত্রীর প্রতি খোন্দকার দেলোয়ার প্রশ্ন রাখেন, ‘আপনার স্বামী সাধারণ পরিবারের সন্তান ছিলেন। সরকারি চাকরি করে তিনি কীভাবে ধানমন্ডির মতো জায়গায় বাড়ি বানিয়েছেন? শেখ রেহানা কীভাবে লন্ডনে বাড়ি করে থাকেন?’ তিনি বলেন, সময় হলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের বিবরণীও দেখা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্পদের হিসাব চান । এ ব্যাপারে অর্থমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘আয়কর বিভাগ তদন্ত করে দেখুক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া হিসাবের সঙ্গে তা সংগতিপূর্ণ কি না। তাঁর আয়কর ফাইল খতিয়ে দেখা হোক। কারণ, সেনানিবাসের বাসভবনের যেসব অতি মূল্যবান জিনিসপত্র তিনি নিজের বলে দাবি করছেন, সেগুলো সম্পর্কে কোনো তথ্য সেখানে আছে কি না।’
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger