স্পিকার নয়, সংসদ চালাচ্ছে সরকার (!)

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, স্পিকার নন বর্তমানে সংসদ চালাচ্ছে মহাজোট সরকার। বিরোধী দলের সংসদসংশ্লিষ্ট দাবি-দাওয়ার ব্যাপারেও সরকারের সঙ্গে সমঝোতা করতে পারছেন না তিনি। তাহলে এই সংসদ কে চালাচ্ছে? স্পিকার, না সরকারের ইশারায় চলছে। এখানে স্পিকার অসহায়। তাহলে সংসদে গিয়ে কী হবে।



জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য, আইনশৃক্সখলা, পানি-বিদ্যুৎ-গ্যাসসহ জনসমস্যার বিষয়ে আমাদের দেওয়া মুলতবি প্রস্তাবগুলোর বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় আমরা সপ্তম অধিবেশনে আপাতত যোগ দিচ্ছি না। স্পিকারের সঙ্গে শনিবারের সাক্ষাৎ প্রসঙ্গে ফারুক বলেন, স্পিকার আমাদের সংসদে এসে কথা বলতে বলছেন। ওদিকে বিরোধী দলের নেতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অথচ এ নিয়ে তিনি কোনো ভূমিকা পালন করতে পারলেন না। তাই এমন সংসদে যাওয়া আমাদের পক্ষে আপাতত সম্ভব নয়। তিনি বলেন, স্পিকার আমাকে যেসব কথা বলেছেন, তা আমি শনিবার রাতেই আমার দলের সিনিয়র নেতাদের জানিয়েছি। তিনি বলেন, এর আগেও স্পিকারের অনুরোধে আমরা সংসদে গিয়েছিলাম। কিন্তু তিনি কোনো কথা রাখেননি। সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বিরোধীদলীয় নেতাকে তার ৩৮ বছরের বাস করা বাড়ি থেকে উচ্ছেদ, ইত্যাদিসহ আমাদের বিভিন্ন দাবি রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশরাফউদ্দিন নিজান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নজরুল ইসলাম মঞ্জু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আকতার রানু, নীলুফার চৌধুরী মণি, শাম্মি আকতার, রাশেদা বেগম হীরা প্রমুখ।
Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. BdNewsTest - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger